Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২২ বোতল ফেনসিডিলসহ ‘জুলাই যোদ্ধা’ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১৬:৪০ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১৭:৩২

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে ২২ বোতল ফেনসিডিল, নগদ ৪২ হাজার টাকা ও দুটি মোবাইলসহ মো. সেলিম রেজা নামে এক ‘জুলাই যোদ্ধাকে’ আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার (১১ আগস্ট) রাতে সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

মো. সেলিম রেজা ঠাকুরগাঁওয়ের মহেশপুর শিবগঞ্জের মো. খোরশেদ আলীর ছেলে। সে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জুলাই যোদ্ধা।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ারে আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সে একজন মাদক ব্যাবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর