উত্তরা থেকে অস্ত্র ও গুলিসহ ৭ ‘ছিনতাইকারী’ আটক
৫ জুলাই ২০১৮ ১০:০৭
।।সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা : রাজধানীর উত্তরা থেকে সাতজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৪ জুলাই) দিবাগত রাতে এই সাতজনকে আটক করা হয়। র্যাবের দাবি, এরা সবাই একটি সংঘবদ্ধ ছিনতাইকারীচক্রের সক্রিয় সদস্য।
বৃহস্পতিবার (৫ জুলাই) সকালে র্যাবের মিডিয়া শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল ও গুলি জব্দ করা হয়।
ছিনতাইকারী চক্রের সদস্যদের আটক সংক্রান্ত তথ্যের ব্যাপারে বিস্তারিত জানাতে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে বেলা ১১ টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে আটক ব্যক্তিদের নাম পরিচয়সহ অন্যান্য বিষয় জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।
সারাবাংলা/ইউজে/এসএমএন