ঢাকা: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তি প্রথমবারের মতো আয়োজন কড়েছে জায়ীয় যুব সম্মেলন ২০২৫। সম্মেলনে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রনে সংহতি জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে ইতিমধ্যে শুরু হয়েছে সম্মেলনটি।
শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি অনুষ্ঠানে এসে এনসিপির বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।