ঢাকা: পার্শ্ববর্তী দেশে বসে কিছু গোষ্ঠী দেশের কার্যক্রম ব্যাহত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আমাদের ঐক্য জরুরি।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং আয়োজিত জাতীয় যুব সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘পার্শ্ববর্তী দেশে বসে কিছু গোষ্ঠী দেশের বর্তমান কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। তাই জাতীয় ঐকমত্যের বিকল্প নেই।’
তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা একসঙ্গে আন্দোলন করেছিলাম, নতুনভাবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে কিছু ছাড় দিলেও ঐক্য অটুট রাখতে হবে। আমরা আশা করছি, ছাত্র, যুব ও এনসিপি সেই ঐক্য বজায় রাখবে।’
এ্যানি তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘আমি স্বাধীনতার পর রক্ষীবাহিনীর অত্যাচার দেখেছি, আওয়ামী লীগের দমন-নিপীড়ন দেখেছি। জিয়াউর রহমান মাত্র সাড়ে তিন বছর দেশ শাসন করেছেন যুবকদের নেতা হয়ে এবং তরুণ বয়সেই শহিদ হয়েছেন। তরুণদের স্পিরিট কতটা বড়, তা রাজপথেই বোঝা যায়।’
তিনি আরও বলেন, ‘১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছি। খালেদা জিয়া সবসময় তরুণদের অগ্রাধিকার দিয়ে দেশ চালিয়েছেন। তারেক রহমান বিদেশে বসে তরুণদের দিকনির্দেশনা দিয়েছেন, যাদের সঙ্গে নিয়ে জুলাই আন্দোলনে বিজয় অর্জিত হয়েছে।’
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে এ্যানি বলেন, ‘আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, শেখ হাসিনা আমাকে আটকাতে পারেননি, তোমাদেরও পারবে না। সেই সাহস থেকেই জুলাই বিজয় সম্ভব হয়েছে। জুলাই আমাদের শিখিয়েছে, কিভাবে হাসিনাকে সরাতে হয়।’