Tuesday 12 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

সারাবাংলা ডেস্ক
১২ আগস্ট ২০২৫ ১৮:১৯ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১৯:২১

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিভিন্ন জেলায় র‍্যালি, আলোচনা সভা, শপথপাঠ, ঋণের চেক-প্রশিক্ষণ সনদ বিতরণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

সারাবাংলার করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদন-

টাঙ্গাইল: টাঙ্গাইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন— জেলা প্রশাসক শরীফা হক।

যুব উন্নয়ন অধিদফতরের টাঙ্গাইলের উপ-পরিচালক ফাতেমা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন ও সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে তিনজন উদ্যোক্তাকে এক লাখ ৫০ হাজার করে টাকা যুব ঋণের চেক এবং প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তাদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজবাড়ী: রাজবাড়ীতে যুব দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়। পরে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। যুব দিবসের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

রাজবাড়ী যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন— সিভিল সার্জন ডা. এসএম মাসুদ, সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, জেলা এনজিও ফেডারেশনের সভাপতি ও এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু।

ময়মনসিংহ: ময়মনসিংহে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে র‌্যালি শেষে ভাষা শহিদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ।

এসময় পুলিশ সুপার কাজী আখতার উল আলম, জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

কুমিল্লা: কুমিল্লা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালকের কার্যালয়ে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন।

যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালেক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম।

সুনামগঞ্জ: যুব দিবসে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সনদপত্র, যুব ঋণের চেক ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন— জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মো. শাহনুর আলম ও অতিরিক্ত পুলিশ সুপার তাপস।

সারাবাংলা/এসআর

আলোচনা সভা ঋণের চেক যুব দিবস শপথপাঠ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর