Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ভারতের দাসত্ব থেকে মুক্তি: হান্নান মাসউদ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১৮:২৩ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১৯:২১

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া। সেই মুক্তির জন্য আমরা রক্ত ঝরিয়েছি, অভিভাবকদের সঙ্গে নিয়ে রাজপথে লড়াই করেছি।

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং আয়োজিত জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ আব্দুল হান্নান মাসউদ এসব কথা বলেন।

তিনি বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশ বুঝতে পেরেছিল, তরুণদের হাতেই দেশের মুক্তি সম্ভব। যারা বলেন, আমরা ‘বাচ্চা ছেলে’, আমাদের দিয়ে দেশ চলবে না—তাদের উদ্দেশে বলতে চাই, ২০২৪-এর সেই আন্দোলনে আমরাই বুক পেতে রক্ত ঝরিয়েছিলাম।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা প্রবীণদের নির্দেশ গ্রহণ করি, প্রবীণরাও যেন আমাদের গ্রহণ করেন। প্রবীণ ও যুব প্রজন্ম মিলে ঐক্যবদ্ধভাবে নতুন দেশ গড়ার লক্ষ্যে কাজ করব।’

সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত যুব নেতারা অংশ নেন এবং জাতীয় ঐক্যের গুরুত্ব ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর