ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, আমরা চাই সব দলের অংশগ্রহণমূলক রাজনীতি হোক। মতভেদ থাকতে পারে, কিন্তু আমরা সহিংসতামূলক রাজনীতি চাই না। সেই রাজনীতিতে আমরা আর ফেরত যেতে চাই না।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে এনসিপির যুব উইং আয়োজিত জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ তিনি এসব কথা বলেন। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত তরুণ ও নারী নেতারা অংশ নেন।
তিনি বলেন, ‘তরুণরাই সামনে থেকে আন্দোলন করে দেশকে এগিয়ে নিয়েছে। অভ্যুত্থানের একদম সামনে থেকে নারীরাও আন্দোলন করেছে। কিন্তু এমন কোনো রাজনৈতিক নেত্রী নেই, যাদের সাইবার বুলিংয়ের শিকার হতে হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে। তাই আমাদের এই ইতিবাচক পরিবর্তনের ধারা বজায় রাখতে হবে।’