ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বর্তমান সরকার নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘যদি নির্বাচন হয়, তাহলে কবর থেকে আমার শহিদ ভাইকে ফিরিয়ে দিতে হবে, আমার পঙ্গু হওয়া ভাইয়ের হাত ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশে ফের একই সিস্টেমে নির্বাচন হতে যাচ্ছে—তাহলে আমাদের ভাই কেন শহিদ হলো?’
তিনি জোর দিয়ে বলেন, ‘আগে শেখ হাসিনাকে দিল্লি থেকে দেশে এনে বিচার করতে হবে, তারপর নির্বাচন হবে। জুলাই সনদ কার্যকর করতে হবে। চাপে ফেলার চেষ্টা চলছে, কিন্তু সই করলে কী বিপদে পড়তে হবে তা আমরা জানি।’
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‘‘গণমাধ্যম আগে ছিল হাসিনার মাধ্যম, এখন কোন মাধ্যম— নাম বললে চাকরি থাকবে না। বাংলাদেশে ডিজি আই এফ নামে একটি প্রশাসনিক সংস্থা আছে, যারা কথায় কথায় ‘আয়না ঘরে’ ডাকার হুমকি দেয়। দেশের ট্যাক্সের টাকায় গুলি কিনে যুবকদের বুকে গুলি করা হয়—এটা বন্ধ করতে হবে। আমরা আয়না ঘর ভেঙে দিয়েছি, প্রয়োজনে ডিজি আই এফও ভাঙা হবে।’’
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ছাড় পাবে না। কিছু দূতাবাসও চাপে ফেলার চেষ্টা করছে, কিন্তু লাভ হবে না। লাভ যদি নিতে চাও, যুবকদের বুকের ওপর দিয়েই নিতে হবে।’