Tuesday 12 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সত্য কথা বলায় মামলা হলেও ছাড় দেব না: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১৯:১২ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ২০:৩৭

এনসিপি নেতা সারজিস আলম

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বলেছেন, আগে এইসব এ্যানি ভাইরা কারাগার থেকে বুক ফুলিয়ে কোর্ট হাজিরা দিতে আসতেন। আমরা তাদের সাহস দেখে অনুপ্রাণিত হয়েছিলাম। আজ আমি যদি বিএনপির কোনো নেতার বিরুদ্ধে অন্যায়ের নামে সত্য কথা বলি, আমার নামে ১০ কোটি টাকার মামলা করা হয়। আমরা স্তব্ধ থাকবো না। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক কিংবা এনসিপি—আমরা ছাড় দেব না।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং আয়োজিত জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, ‘ডিবি অফিসের গারদে রুহুল কবীর রিজভী, শহীদুল ইসলাম, এ্যানি ও অন্যান্য সাহসী নেতাদের সঙ্গে ছোট্ট একটি গারদে থাকার স্মৃতি আজও জীবন্ত। সেই দিনগুলোতে আমরা অনেক বেশি সাহস নিয়ে ফিরতাম।’

তিনি বলেন, ‘আজ তানভীর সিরাজ, ফজলুর রহমানের মত নেতাদের বক্তব্য আমাদের হতাশ করেছে। সত্যিকার অর্থে যদি আমাদের দেশের প্রতি ভালোবাসা থাকে, তাহলে বিএনপির সেন্ট্রাল অফিস থেকে এইসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

উল্লেখ্য, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।

সারাবাংলা/এফএন/এইচআই

আন্তর্জাতিক যুব দিবস এনসিপি জাতীয় যুব সম্মেলন সারজিস আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর