Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৫ ০৮:২৩ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১২:১৮

৩৪ বছরের অপেক্ষা ঘুচল ওয়েস্ট ইন্ডিজের

শেষবার যখন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, বর্তমান দলের অনেকের জন্মই হয়নি! দীর্ঘ ৩৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে আবারও পাকিস্তানের বিপক্ষে ৫০ ওভারের ফরম্যাটে সিরিজ জয়ের মধুর স্বাদ পেল ক্যারিবিয়ানরা। শেষ ওয়ানডেতে পাকিস্তানকে মাত্র ৯২ রানে গুটিয়ে দিয়ে ২০২ রানের বিশাল জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজে ছিল ১-১ এ সমতা। ত্রিনিদাদে সিরিন নির্ধারণী ম্যাচে শাই হোপের ৯৪ বলে ১২০ রানের বিধ্বংসী ইনিংসে ২৯৪ রানের পুঁজি পায় ক্যারিবিয়ানরা। শেষের দিকে ঝড় তুলেছিলেন জাস্টিন গ্রেভসও। ২৪ বলে করেছেন ৪৩ রান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ইনিংস স্থায়ী হয়েছে মাত্র ২৯ ওভার। ১৮ রানে ৬ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ একাই গুঁড়িয়ে দিয়েছেন জেডন সিলস।

বিজ্ঞাপন

পাকিস্তানের ৫ ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি। সিলস ঝড়ে পাকিস্তান গুটিয়ে গেছে মাত্র ৯২ রানে। ২০২ রানের এই জয়েই প্রায় ৩ যুগের আক্ষেপ ঘোচালো ওয়েস্ট ইন্ডিজ।

১৯৯১ সালের নভেম্বরে পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল রিচি রিচার্ডসনের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। এরপর দীর্ঘ ৩৪ বছরে দুই দল খেলেছে ১১ ওয়ানডে সিরিজ। এর একটি শেষ হয়েছিল সমতায়, অন্যদিকে টানা ১০টি সিরিজ জিতেছিল পাকিস্তান।

সারাবাংলা/এফএম

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ জয়