Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ১২:১৫ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১২:১৬

যশোর: যশোরে মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি তরফদারপাড়া গ্রামে রেজাউল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত রেজাউল ইসলাম দৌলত দিহি গ্রামের গোলাম তরফদারের ছেলে।

স্থানীয়রা জানায়, রেজাউলকে রাতে কৌশলে বাড়ি থেকে ডেকে এনে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রেজাউল স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

হত্যার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর কাজী বাবুল বলেন, খবর পেয়ে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। সার্বিক বিষয়ে তদন্ত চলছে। হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

রেজাউলের ছেলে মেহেদী জানায়, রাতে তার বাবা স্থানীয় মাঠপাড়া মোড়ের দোকান থেকে বাড়ি ফেরার সময় বাড়ির পাশ থেকে মুখোশধারীরা তাকে ধরে নিয়ে পাশে রাস্তায় কুপিয়ে হত্যা করে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর