Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ভ্যানে পিকআপের ধাক্কা, চালক নিহত


১৩ আগস্ট ২০২৫ ১৩:৩৮ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১৩:৪৩

নিহত আমজাদ বিশ্বাসের মরদেহ।

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আমজাদ বিশ্বাস (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের কালুখালীর বোয়ালিয়া মোড়ের চরনারায়নপুর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমজাদ বিশ্বাস পাংশা পৌরসভার গুদিবাড়ি এলাকার মৃত ফটিক বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাংশা থেকে সোনাপুরগামী একটি ভ্যান ও রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি দ্রুত গতির পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যান চালক আমজাদ বিশ্বাস মারা যান।

পাংশা হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, পিকআপটি ভ্যান চালককে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

চালক নিহত পিকআপ ভ্যান সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর