Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৩ জনকে পুশইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ১৬:৫৯ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১৯:৩৪

আটক বাংলাদেশিদের পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ ২৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৩ আগস্ট) সকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে ২৩ জনকে আটক করে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ভারতীয় বিএসএফ তাদের পুশইন করে। ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে সকালে তাদেরকে আটক করে। আটকদের মধ্যে ১৩ জন নারী, ৯ জন পুরুষ ও একজন শিশু। পরে আটকদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে আসছিলেন। সম্প্রতি তাদের ভারতীয় পুলিশ আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। পরে বিএসএফ পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে।

বিজ্ঞাপন

আটক বাংলাদেশিরা সাতক্ষীরা, যশোর, নড়াইল ও নীলফামারী জেলার বাসিন্দা বলে জানা গেছে। তারা দীর্ঘদিন ভারতের বোম্বে শহরে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করত।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘সদর থানায় দুই জনকে হস্তান্তর করা হয়েছে। আমরা তাদের নাম ঠিকানা যাচাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া চলমান। তাদের আপাতত নিরাপদস্থলে রাখাসহ স্বাস্থ্যগত বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।’

তিনি আরও জানান, তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এইচআই

পঞ্চগড় পুশইন বিজিবি