Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ১৭:১০ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১৯:৩৫

জরিস ভ্যান বোমেল।

জরিস ভ্যান বোমেলকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছে নেদারল্যান্ডস দূতাবাস।

বুধবার (১৩ আগস্ট) ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাস এক বার্তায় জানিয়েছে, ভ্যান বোমেল আন্তর্জাতিক উন্নয়ন, বাণিজ্য, নাগরিক সমাজ, বৈশ্বিক শিক্ষা এবং কূটনীতিতে অভিজ্ঞতা বহন করছেন।

বর্তমান দায়িত্ব গ্রহণের আগে তিনি কেনিয়ায় নেদারল্যান্ডস দূতাবাসে উপ-রাষ্ট্রদূত এবং বাণিজ্য ও উন্নয়ন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি উগান্ডায় নেদারল্যান্ডস দূতাবাসে উপ-রাষ্ট্রদূত এবং সহযোগিতাবিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সেক্রেটারিয়েটে নিযুক্ত ছিলেন তিনি। ভ্যান বোমেল নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মালিতে নেদারল্যান্ডস দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি প্যারিসে ইউনেস্কো এবং বুরকিনা ফাসোতে ইউনিসেফের জন্যও কাজ করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর