‘বন্দুকযুদ্ধে’ নিহতরা আ.লীগ নেতা ফরহাদ হত্যার সঙ্গে জড়িত
৫ জুলাই ২০১৮ ১১:৫৮ | আপডেট: ৫ জুলাই ২০১৮ ১২:৩৩
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকায় বন্দুকযুদ্ধে নিহত দুইজন ওই এলাকার আওয়ামী লীগ নেতা ও ডিশ ব্যবসায়ী ফরহাদ হোসেন হত্যার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান এই তথ্য জানিয়েছেন, নুরুল ইসলাম ও দাদা অমিত। এর মধ্যে দাদা অমিত চাঁদাবাজদের আশ্রয়দাতা হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার (৫ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ডিসি মশিউর রহমান বলেন, আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে ওই এলাকাের একটি সন্ত্রাসী গ্রুপ সেখানে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছিল। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ বুধবার রাত ২টা থেকে অভিযান শুরু করে। বৃহস্পতিবার ভোর সোয়া ৪টা থেকে সোয়া ৫টার মধ্যে সন্ত্রাসীদের সঙ্গে সাতারকুল এলাকায় বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। সেখান থেকে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে চিকিৎসকরা ওই দুইজনকে মৃত ঘোষণা করেন। এখন তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।
বাড্ডার আওয়ামী লীগ নেতা ফরহাদ হত্যার ভিডিও ফুটেজ এবং এলাকার মানুষের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের একজন ফরহাদ হত্যাকাণ্ডের মূল শ্যুটার। যার নাম নুরুল ইসলাম। আরেকজন তাদের আশ্রয়দাতা দাদা অমিত। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা চলছে বলেও জানান ডিসি মশিউর।
বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবগঠিত ওয়ার্ডের কাউন্সিলর হতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। গত ১৫ জুন দুপুরে জুমার নামাজের পর উত্তর বাড্ডার আলীর মোড়ের কাছে বায়তুস সালাম জামে মসজিদের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।
সারাবাংলা/ইউজে/এমএইচ/এসএমএন