Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট সাদাপাথর লুটের ঘটনায় তদন্তে দুদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ১৭:১৯ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১৯:২১

ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় দুদকের অভিযান।

সিলেট: সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় মূল্যবান পাথর লুট হওয়ার ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কমিশন শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তির যোগসাজশে দীর্ঘদিন ধরে ভোলাগঞ্জ এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করা হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে এ ইনফোর্সমেন্ট অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় দুদক।

বিজ্ঞাপন

ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা বাংলাদেশের অন্যতম বৃহৎ পাথর উত্তোলন অঞ্চল। এখানকার প্রাকৃতিক সম্পদ দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ উৎস হলেও কিছু চক্র অবৈধভাবে এসব পাথর উত্তোলন ও পাচার করে আসছে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কিছু দুর্নীতিগ্রস্ত সদস্য এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এসব কার্যক্রম বছরের পর বছর ধরেই চলে আসছে।

দুদকের উপ-পরিচালক নাজমুস সাদাত রাফি বলেন, ‘এখানে প্রাথমিক তদন্তে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সুস্পষ্ট আলামত মিলেছে। আমরা পাথর উত্তোলনের বৈধতা, অনুমোদিত সীমা এবং প্রকৃত উত্তোলনের পরিমাণ যাচাই করছি। এই অভিযানের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই

অনুসন্ধানে দুদক দুদক সাদাপাথর সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর