Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষাবিদ ও প্রাবন্ধিক যতীন সরকার আর নেই

সারাবাংলা ডেস্ক
১৩ আগস্ট ২০২৫ ১৯:১৪ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১৯:৪১

অধ্যাপক যতীন সরকার। ফাইল ছবি

ঢাকা: স্বাধীনতা পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার (১৩ আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি কিডনিসংক্রান্ত সমস্যাসহ নানাবিধ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

যতীন সরকারের ছেলে সুমন সরকার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত জুনে ঢাকার একটি হাসপাতালে তার বাবার অস্ত্রোপচার হয়। এর পর থেকে বেশিরভাগ সময় হাসপাতালেই ছিলেন। কিছুদিন আগে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

যতীন সরকারের পারিবারিক সূত্রে জানা গেছে, হাসপাতাল থেকে যতীন সরকারের মরদেহ জেলা উদীচী কার্যালয়ে নেওয়া হবে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর নেত্রকোনায় নিজ বাড়িতে মরদেহ নেওয়া হবে। সেখানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

যতীন সরকার নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে ১৯৩৬ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক দীর্ঘকাল থেকে মননশীল সাহিত্যচর্চা, বাম রাজনীতি ও প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্বও পালন করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান রয়েছে।

লেখালেখির জন্য যতীন সরকার ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। এ ছাড়া, তিনি ড. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, মনিরুদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কার, প্রথমআলো বর্ষসেরা পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেন।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ প্রয়াণ যতীন সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর