Thursday 14 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আহত জুলাই যোদ্ধা, অসুস্থ ২ শিশুর পাশে ‘আমরা বিএনপি পরিবার’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ১৯:৫১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আহত এক জুলাই যোদ্ধা ও দুই অসুস্থ শিশু এবং প্রয়াত যুবদল নেতার পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। এদের মধ্যে তিনজনকে চিকিৎসা সহায়তা এবং যুবদল নেতার পরিবারকে একটি অটোরিকশা দেওয়া হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ গ্রামে আনুষ্ঠানিকভাবে তাদের এ সহায়তা করা হয়। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এসব সহায়তা দেওয়া হয়েছে। এদের মধ্যে হার্টে ছিদ্র নিয়ে ভুগতে থাকা মোহাম্মদ রোহান নামে এক শিশু এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ বছর বয়সী শিশু মোহাম্মদ আরাফাতকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। আহত জুলাই যোদ্ধা আজিজ নুরকেও চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এছাড়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুরের যুবদল নেতা প্রয়াত মোহাম্মদ ইউসুফের পরিবারকে একটি অটোরিকশা দেওয়া হয়েছে।

এসময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল ও আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।

এছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, রাজীব জাফর চৌধুরী, মুজিবুর রহমান, নূরুল আনোয়ার মিঠু, মোহাম্মদ আমিনুল ইসলাম, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীনও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এসএস

অসুস্থ আমরা বিএনপি পরিবার জুলাই যোদ্ধা শিশু

বিজ্ঞাপন

১২ জেলায় বন্যার শঙ্কা
১৪ আগস্ট ২০২৫ ০৯:৫৫

আরো

সম্পর্কিত খবর