ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর বিভিন্ন পদে বড় রদবদলের ঘটনা ঘটেছে।
বুধবার (১৩ আগস্ট) এনবিআর এর কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবুল মনসুরের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে ১০ কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়।
একই দিনে এনবিআর এর কর প্রশাসন-১ শাখা এর প্রথম সচিব (কর প্রশাসন) মো. মোসাদ্দেক হুসেন এর সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৯ কর কমিশনারকে বদলি করা হয়েছে।
কমিশনারদের মধ্যে যাদের বদলি ও পদায়ন করা হয়েছে তারা হলেন- ঢাকা কাস্টমস হাউসে কর্মরত কমিশনার মোহাম্মদ জাকির হোসেনকে মূল্য সংযোজন কর নীরিক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে বদলি করা হয়েছে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা উত্তর এর কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমানকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে বদলি করা হয়েছে। কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিমের কমিশনার মুহাম্মদ রাশেদুল আলমকে ঢাকা পূর্বে বদলি করা হয়েছে। কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার কমিশনার সৈয়দ আতিকুর রহমানকে বৃহৎ করদাতা ইউনিট মূল্য সংযোজন কর ঢাকায় বদলি করা হয়েছে। বৃহৎ করদাতা ইউনিট মূল্য সংযোজন কর ঢাকার কমিশনার মোহাম্মদ মাহমুদুর হাসানকে বদলি করা হয়েছে কাস্টমস রিস্ক ম্যানেজম্যান্ট কমিশনারেট ঢাকায়। কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (পূর্ব) এর কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীনকে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনায় বদলি করা হয়েছে।
এছাড়া সদ্য চলিত দায়িত্বে পদ্দোন্নতি প্রাপ্ত ৪ কমিশনার মো. বশীর আহমেদ, মোহাম্মদ হাসমত আলী, কাজী ফরিদ উদ্দিন ও মোহা মসিউর রহমানকে যথাক্রমে এনবিআরে গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগ; কাস্টমস অ্যান্ড ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ; কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিম এবং ঢাকা কাস্টমস হাউজে পদায়ন করা হয়েছে।
এদিকে বদলি ও পদায়নকৃত ১৯ কর কমিশনার হলেন- মো. শামীমুর রহমান, মো. শাহ্ আলী, এম এম জিল্লুর রহমান, এস এম আবুল কালাম আজাদ, বিপ্লব কান্তি দাস, মো. আবু সাইদ সোহেল, মো. নজরুল আলাম চৌধুরী, মু: মুহিতুর রহমান, মোহাম্মদ ওয়াহিদ উল্লাহ খান, সাইফুল আলম, মো. মাসুদ রানা, ফরিদ আহেমদ, মো. মনিরুজ্জামান, মো. রওশন আখতার, মো. রবিউল হাসান প্রধান, মো. মাহমুদুল হাছানা ভূঁইয়া, ড. মো. কাওসার আলী, মুহাম্মদ মুঈনুল ইসলাম ও শাহ মুহাম্মদ ইত্তেদা হাসান। বুধবার (১৩ আগস্ট) এনবিআর এর কর প্রশাসন-১ শাখা এর প্রথম সচিব (কর প্রশাসন) মো. মোসাদ্দেক হুসেন এর সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) এক প্রজ্ঞাপনের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার এক প্রজ্ঞাপনে ৭৩ উপ কর কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়। একইদিন আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ এর ৮৭ জন সহকারী কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়।