Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে তিস্তার পানি উপচে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি হাজারো মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১৩:০০

তিস্তার পানি উপচে প্লাবিত নিম্নাঞ্চল।

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল হঠাৎ তিস্তা নদীর পানি বৃদ্ধিতে প্লাবিত হয়েছে। নদীর পানি উপচে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন চরম দুর্ভোগে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে ডালিয়া পানি উন্নয়ন বিভাগের (বাপাউবো) নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ছোট খাতা এলাকায় পানি উপচে পড়ায় গ্রামীণ রাস্তাঘাট ডুবে গেছে, বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। পানি প্রবেশের সঙ্গে সঙ্গে অনেক পরিবার শিশু, বৃদ্ধ ও গবাদিপশু নিয়ে বিদ্যালয় ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে এলাকার বেশিরভাগ আবাদি জমি পানিতে তলিয়ে গেছে।

বিজ্ঞাপন

পানিতে তলিয়ে গেছে ফসলি জমি।

ডালিয়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ‘তিস্তা নদীর ভেতরের ফ্লাট লেন এলাকাগুলোতে পানি বেড়ে উপচে ক্যানেল হয়ে গেছে। এগুলো সাধারণত নো ল্যান্ড এরিয়া হিসেবে বিবেচিত হয়। এরই মধ্যে আমাদের অফিস থেকে পানি প্রবেশের পথগুলো বন্ধ করার কাজ শুরু হয়েছে।’

প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। তবে পানির প্রবাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সারাবাংলা/এনজে

তিস্তার পানি নিম্নাঞ্চল পানিবন্দি প্লাবিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর