Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামজাকে চেয়ে লেস্টারকে চিঠি দিল বাফুফে

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৫ ১৪:৩১

নেপালের বিপক্ষে ম্যাচে হামজাকে চায় বাংলাদেশ

এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা তিনি। প্রীতি ম্যাচ কিংবা টুর্নামেন্ট, সব ম্যাচেই হামজা চৌধুরীকে মাঠে চায় বাংলাদেশ। আগামী মাসে নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচে যেন দলের সঙ্গে থাকতে পারেন হামজা, এজন্যই তার ইংলিশ ক্লাব লেস্টার সিটিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে এই সফরের জন্য ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ কাবরেরা। শামিত সোম না থাকলেও এই স্কোয়াডে আছেন হামজা।

তবে সেপ্টেম্বরে লেস্টারেরও খেলা রয়েছে। এই মুহূর্তে ক্লাবের হয়ে প্রাক মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন হামজা। গত রাতে তার দারুণ এক গোলের পরেও হাডার্সফিল্ডের কাছে হেরে কারাবাও কাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে হামজার দল।

বিজ্ঞাপন

ক্লাবের হয়ে ব্যস্ত থাকলেও হামজাকে দুই ম্যাচের জন্যই পাবে বাংলাদেশ, এমনটাই আশা করছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান, ‘কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজা রয়েছেন। ইতোমধ্যে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দেওয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য লেস্টারের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলমান।’

সারাবাংলা/এফএম

বাফুফে বাংলাদেশ লেস্টার সিটি হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর