Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১৪:৩০ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ১৬:৫৭

ফরিদপুর: ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে গুরুতর আটজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কানাইপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- চুয়াডাঙ্গা জেলা দামোদর থানা পীরপুর গ্রামের সহিরুদ্দিন শেখের ছেলে আতিয়ার শেখ (৫৫)। বরগুনার বামনা থানার চালিতা বুনিয়া গ্রামের রবি শ্যাম চন্দ্র দাসের ছেলে রঞ্জিত দাস (৫২), নওগাঁর বদলগাছি থানার বৈকন্ঠপুর গ্রামের আ. মজিদের স্ত্রী সুবর্না আক্তার (২৩)।

হাইওয়ে করিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কামাইপুর বাজার সংলগ্ন ব্রিজের উপরে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের সঙ্গে মাগুরাগামী ডিডি পরিবহণের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুছে যায়। গুরুতর আহত অবস্থায় অন্তত আটজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে এক নারীরসহ তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

গুরুতর আহত আরও সাত জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ওসি মো. সালাউদ্দিন আহমেদ।

সারাবাংলা/ইআ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ফরিদপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর