Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাফা’য় প্রশাসক অপসারণ ও নির্বাচিত পরিচালনা পর্ষদ পুনর্বহালের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১৫:৫১ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ১৬:৫৭

ঢাকা: বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগকৃত প্রশাসক অবিলম্বে অপসারণ এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত পরিচালনা পর্ষদ পুনর্বহালের দাবি জানিয়েছেন ‘বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন’ (বাফা)-এর সাবেক নেতা ও সাধারণ সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটি-তে সংগঠনের ‘ফরওয়ার্ডর্স ফোরাম-এর সাধারণ সদস্য’দের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

দাবি আদায়ে ৭দিনের আলটিমেটাম দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে প্রতিবাদ কর্মসূচি এবং প্রয়োজনে কর্মবিরতি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাফা দেশের আমদানি-রফতানির প্রায় শতভাগ কার্যক্রম পরিচালনা করে এবং ১ হাজার ১৮৮ সদস্যের এই সংগঠন কাস্টমস, বন্দর, বাংলাদেশ ব্যাংক, শিপিং লাইন ও এয়ারলাইন্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। গত জুনে বাণিজ্য মন্ত্রণালয় হঠাৎ নির্বাচিত পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দেয়, যা সংগঠন ও ফ্রেইট ফরওয়ার্ডিং খাতের জন্য মারাত্মক ক্ষতিকর একটি সিদ্ধান্ত। ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী, পরিচালনা পর্ষদ বিলুপ্ত করার আগে লিখিত নোটিশ প্রদান ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া বাধ্যতামূলক হলেও এক্ষেত্রে তা মানা হয়নি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রশাসক নিয়োগের ৭০ দিন অতিক্রম হলেও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, বরং দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ সময় প্রশাসক বিদেশে ছিলেন। এছাড়া, প্রশাসক এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন- যা তার এখতিয়ার বহির্ভূত। এছাড়া গ্রস ইনভয়েসে অগ্রিম আয়কর (১.৫০ শতাংশ), ১ শতাংশ টার্নওভার ট্যাক্স, চট্টগ্রাম বন্দরের ট্যারিফ ও হ্যান্ডলিং চার্জ বৃদ্ধি, আইজি/ইজিএম জটিলতা- এসব সংকটময় পরিস্থিতিতে একজন অদক্ষ প্রশাসকের নিয়োগ সংগঠনের কার্যক্রম ব্যাহত করছে।

সংবাদ সম্মেলনে বাফা’র সাবেক সভাপতি কবির আহমেদ, সাধারণ সদস্য বেলায়েত, কামাল আহমেদ, আজিজুর রহমান মজুমদার, নুরুদ্দীন, জন এন মন্ডল, সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরএস

‘বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন’ (বাফা) নির্বাচিত পরিচালনা পর্ষদ পুনর্বহালের দাবি প্রশাসক অপসারণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর