Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে পাথর লুট: বিএনপি নেতা আলমগীর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১৭:৪১ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ২০:০৮

বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আলমগীর আলম।

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর লুটপাটের ঘটনায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে কোম্পানীগঞ্জ উপজেলার বাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।

গ্রেফতার ইউপি চেয়ারম্যান পূর্ব ইসলামপুর ২ নম্বর ইউপির চেয়ারম্যান মো. আলমগীর আলম। তিনি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অভিযোগে গত বছর দায়ের হওয়া এক মামলার তালিকাভুক্ত আসামি আলমগীর আলম। পাশাপাশি ওই মামলায় জব্দ যন্ত্রপাতি চুরির অভিযোগে দায়ের হওয়া আরেকটি মামলারও আসামি তিনি।

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ডিবি পুলিশ অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেফতার করেছে। এ ছাড়া সম্প্রতি সাদাপাথর লুট হওয়ার ঘটনায় তিনি জড়িত কি না, সেটা পুলিশ খতিয়ে দেখছে।

সারাবাংলা/এনজে

গ্রেফতার পাথর লুট বিএনপি নেতা