ঢাকা: ডেমড়া ধার্মিকপাড়া এলাকায় ইটবোঝাই একটি ট্রাক উল্টে পানিতে ডুবে রাসেল শিকদার (৩২) নামে এক শ্রমিক মারা গেছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড় ৩টার দিকে ধার্মিকপাড়া এলাকার সড়কের পাশের একটি পুকুর থেকে ডুবুরিরা মরদেহটি উদ্ধার করে। পরে ডেমড়া থানা পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ডেমড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক সুমন জানান, বুধবার দিবাগত আনুমানিক রাত ২টার দিকে ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা ওই ব্যক্তি পুকুরে পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ বেলা সাড়ে ৩টার দিকে পুকুর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, ওই যুবক ট্রাকের শ্রমিক ছিলেন। ঘটনার সময় ট্রাক ভর্তি ইটের ওপরে বসে ছিলেন তিনি। ট্রাকটি ইট বোঝাই করে ডেমড়া কোনাবাড়ি থেকে নন্দিপাড়ার দিকে যাচ্ছিল। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। তাকে পাওয়া যায়নি।
হাসপাতালে মৃত রাসেল সিকদারের ভাই আসাদুল ইসলাম সিকদার জানান, তাদের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামে। রাসেল বর্তমানের কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় থাকতেন। রাসেল ট্রাকের লেবার ছিলেন।