Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপির নেতৃত্বে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১৮:৩০ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ২০:০৭

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু

শরীয়তপুর: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শরীয়তপুর জেলা ইউনিট কমান্ডের ১১ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে। শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালুকে আহ্বায়ক করে এ কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান কমিটির অনুমোদন করেন।

এ কমিটির অন্যান্য নেতারা হলেন— যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আ. মোতালেব মাদবর, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক সরদার, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সওদাগর, বীর মুক্তিযোদ্ধা মো. ওহিদুজ্জামান মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বেপারী, বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়া বেপারী, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মিয়া, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম দাদন মুন্সী ও বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ মোল্লা।

বিজ্ঞাপন

এ ব্যাপারে নবনির্বাচিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু বলেন, ‘দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। দেশের স্বার্থে মুক্তিযোদ্ধারা সব সময় ঐক্যবদ্ধ ছিল। আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে, ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা
৩০ জানুয়ারি ২০২৬ ০৯:২৬

জবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
৩০ জানুয়ারি ২০২৬ ০৮:২৫

আরো

সম্পর্কিত খবর