Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে প্রিজাইডিং অফিসার হত্যা মামলায় ১২৩ আসামি খালাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১৮:৩৪ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ১৮:৩৭

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ঠাকুরগাঁও।

ঠাকুরগাঁও: ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ছেপড়িকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার জবায়দুর রহমান হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ওই ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন সহকারী প্রিজাইডিং অফিসার জবায়দুর রহমান। ভোট গ্রহণ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। পরে পুলিশ বাদী হয়ে বিএনপির স্থানীয় ১২৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২০০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

ওই বছরের আগস্ট মাসে সদর থানার এসআই আব্দুল মান্নান আদালতে অভিযোগ দায়ের করেন। মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ প্রদান করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হালিম বলেন, ‘এটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক মামলা। সহকারী প্রিজাইডিং অফিসার পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকার বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়। কোন স্বাক্ষীই অভিযোগের পক্ষে কথা বলেননি, এমনকি বাদীও নয়।’

তিনি আরও বলেন, ‘১১ বছর ধরে আসামিরা হয়রানি ও ঘরছাড়া জীবন কাটিয়েছেন। আজকের রায়ে সত্যের জয় হয়েছে।’

ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ অভিযোগে বলেন, ‘মূলত পুলিশের গুলিতেই ওই কর্মকর্তা নিহত হন। পরে তৎকালীন সরকার আমাদের নেতাকর্মীদের ফাঁসিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই মামলা দায়ের করেছিল। এই মামলায় অনেকে জেল খেটেছেন। অবশেষে সত্যের জয় হয়েছে।’

সারাবাংলা/এনজে

আসামি খালাস প্রিজাইডিং অফিসার হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর