চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক তরুণীকে গাছের সঙ্গে বেঁধে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংঘবদ্ধ লোকজন মিলে মারধরের সময় জরুরি সেবা নম্বরে (৯৯৯) তথ্য পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই তরুণী প্রেমের নামে প্রতারণার শিকার হয়েছেন। প্রেমিকের বাড়িতে যাবার পর পরিকল্পিতভাবে তাকে ‘শিশু চোর’ অপবাদ দিয়ে মারধর করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) রাতে উপজেলার শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা গ্রামে এ ঘটনা ঘটেছে।
মারধরের শিকার আনুমানিক ২০ বছর বয়সী তরুণীর বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়। তিনি চট্টগ্রাম নগরীতে পোশাক কারখানায় কাজ করেন।
মারধরের ঘটনায় ওই তরুণী বোয়ালখালী থানায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০-৯০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ৯ আসামি হলেন- পশ্চিম শাকপুরা গ্রামের আজিজুল হক (৩৫), তার স্ত্রী জাহিদা আকতার (২৫), ভাই সাদ্দাম হোসেন (৩২) ও তার স্ত্রী খালেদা বেগম (৩০) এবং প্রতিবেশি আব্দুল মন্নান (৬০), ইকবাল (৩৫), জয় (১৯), রাশেদা বেগম (৩০) ও মোছাম্মৎ প্রিয়া (২৫)।
এ ঘটনায় পুলিশ আজিজুলের স্ত্রী জাহিদা আক্তারকে বৃহস্পতিবার সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করে। দুপুরে তাকে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানিয়েছেন।
মামলার এজাহারে তরুণী অভিযোগ করেছেন, একবছর আগে ইমো নম্বরে আজিজুল হকের সঙ্গে তার পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই মাস আগে আজিজুল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নগরীর হালিশহরে একটি ভাড়া বাসায় এনে রাখেন। কিন্তু গত দুই সপ্তাহ ধরে আজিজুল তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
আজিজুলের খোঁজে বুধবার বিকেলে তরুণী শাকপুরায় তার গ্রামের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, সে বিবাহিত। অথচ আজিজুল তাকে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে বলে জানিয়েছিল। তরুণী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ করেন। কিন্তু আজিজুল তার পরিবার ও এলাকার লোকজনের সামনে তরুণীকে চেনে না বলে জানায়।
এরপর আজিজুল ও তার স্ত্রী, পরিবারের অন্য সদস্যরা তরুণীকে মারধর শুরু করে। একপর্যায়ে তারা ওই তরুণীকে ‘বাচ্চা চোর’ আখ্যা দিয়ে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে তরুণীকে গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়ি পেটাতে থাকেন।
বুধবার রাতেই ওই তরুণীকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে এর আগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান সারাবাংলাকে বলেন, ‘জরুরি সেবা নম্বরে তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে থানায় এসে তিনি মামলা করেছেন। আমরা একজনকে গ্রেফতার করেছি। বাকিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা করছি। প্রাথমিকভাবে জানা গেছে, ওই তরুণী প্রেমিকের প্রতারণার শিকার হয়েছেন। তাকে চোর অপবাদ দিয়ে মারধর করা হয়েছে।’