Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিএমইএ’র সঙ্গে বৈঠক
আইএলও’র মানদণ্ড অনুযায়ী শ্রম আইন সংস্কার চায় ইইউ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১৯:১৯ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ২০:২৮

বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ’র সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয় – (ছবি : বিজিএমইএ)

ঢাকা: বাংলাদেশের পোশাক শিল্পে আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ড অনুযায়ী শ্রম আইন সংস্কারের ওপর গুরুত্বারোপ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, এলডিসি-উত্তরণ পরবর্তীতে বাংলাদেশকে অবাধ প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সঙ্গে এক বৈঠকে ইইউ’র একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এ কথা জানিয়েছে।

বৈঠকে সাম্প্রতিক সময়ে পোশাক শিল্পের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও শ্রমিকদের কল্যাণে বাংলাদেশের অর্জন তুলে ধরে দেশের রফতানিকে ঝুঁকিমুক্ত রাখা ও ইইউ’র বাজারে রফতানি ধারা অব্যাহত রাখতে এলডিসি-উত্তর শুল্কমুক্ত সু্বিধা অব্যাহত রাখা এবং জিএসপি প্লাস স্কিমের ৩৭% থ্রেশহোল্ড শিথিল করার জন্য বিশেষ অনুরোধ জানান বিজিএমইএ নেতারা।

বিজ্ঞাপন

বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে শ্রম আইন সংস্কার, এলডিসি-পরবর্তী সময়ে জিএসপি প্লাস সুবিধা ও বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব, ডিউ ডিলিজেন্স, সাসটেইনেবিলিটি এবং ডিকার্বোনাইজেশন বিধি, বাংলাদেশ সরকার কর্তৃক ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-কে প্রদত্ত সময়াবদ্ধ লেবার রোডম্যাপের গুরুত্ব ও এর বাস্তবায়ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বিষয়গুলো একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত- উল্লেখ করে বৈঠকে বিজিএমইএ নেতারা বলেন, ইইউ’র সহযোগিতায় তারা এ বিষয়গুলোতে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যবসা পরিচালনা করতে সক্ষম হবেন।

বৈঠকে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও বাংলাদেশে ইইউ প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার। ইইউ ডেলিগেশনের উপপ্রধান ড. বার্ন্ড স্প্যানিয়ার এবং প্রোগ্রাম ম্যানেজার (হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট) লোলে ভ্যালেন্টিয়ান লুচেসে এ সময় উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান-এর নেতৃত্বে আলোচনায় অংশ নেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি (অর্থ)মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী প্রমুখ।

আলোচনায় ইইউ প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার বলেন, বাংলাদেশের শ্রম আইনকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ড অনুযায়ী শ্রম আইন সংস্কার করতে হবে। সঠিক সময়ে সঠিক কাজটি করে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সহ আন্তর্জাতিক অঙ্গনে একটি ইতিবাচক বার্তা দিতে পারে। এ প্রক্রিয়ায় ইইউ বাংলাদেশের পাশে থাকবে বলে তিনি জানান।

জবাবে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএ’র এর সর্বোচ্চ অগ্রাধিকার শ্রমিকদের কল্যাণ এবং শ্রমিকদের ন্যায়সঙ্গত ও আইনসঙ্গত প্রতিটি দাবির সঙ্গে বিজিএমইএ একাত্মতা পোষণ করে। এ ব্যাপারে বিজিএমইএ’র অবস্থান অত্যন্ত স্পষ্ট।

তিনি বলেন, বর্তমান বোর্ড দায়িত্ব নেয়ার পরপরই ৮১টি শ্রমিক ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসেছে। শ্রমিকদের মজুরি না পাওয়া অথবা অন্য আইনসঙ্গত ইস্যুগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য গাজীপুর, আশুলিয়া, মিরপুর ও নারায়নগঞ্জে জোনভিত্তিক ‘শ্রমিক কল্যাণ কেন্দ্র’ গঠনের উদ্যোগ নিয়েছে বিজিএমইএ।

মাইকেল মিলার বলেন, এলডিসি-উত্তরণ পরবর্তীতে বাংলাদেশকে অবাধ প্রতিযোগিতায় অবতীর্ন হতে হবে। তাই অগ্রাধিকার দিয়ে অবকাঠামোগত উন্নয়ন, চট্রগ্রাম বন্দরের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে। এ সময় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তিনি।

এ বিষয়ে বৈঠকে বিজিএমইএ নেতারা বলেন, বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরেও ইইউ এর বাজারে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য জিএসপি প্লাস সুবিধা পাওয়ার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ ইইউ-তে যে শুল্কমুক্ত সুবিধা উপভোগ করছে, এর ফলে শুধু বাংলাদেশি উদ্যোক্তারাই উপকৃত হচ্ছে না, বরং ইইউ’র ক্রেতারাও সাশ্রয়ী মূল্যে পোশাক কিনতে পারছে। তাই, এই সুবিধা যেন ক্রেতাদের সোর্সিং নীতিমালায় প্রতিফলিত হয়, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন তারা।

বিজিএমইএ নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে সাসটেইনেবিলিটি, সবুজ রূপান্তর প্রভৃতি ক্ষেত্রে শিল্প যে অসামান্য অগ্রগতি অর্জন করেছে, এর স্বীকৃতিস্বরূপ ইইউ জিএসপি প্লাস স্কিমের ৩৭ শতাংশ থ্রেশহোল্ড শিথিল করবে, বলে তারা একান্তভাবে আশা করেন।

সারাবাংলা/ইএইচটি/আরএস

ইইউ প্রতিনিধিদল-বিজিএমইএ বৈঠক শ্রম আইন সংস্কার