Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কার্যকর নীতিমালা বাস্তবায়নে পরিস্থিতি অনুধাবনের পরামর্শ বিএসইসি’র

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১৯:৩৭

বিএসইসি ও ডিএসই-এর উদ্যোগে আয়োজিত ‘ফাউন্ডেশন কোর্স অন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালা।

ঢাকা: স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজারের মূল চালিকাশক্তি। আমরা যারা নীতিমালা তৈরি করি, তারা যদি বাস্তব পরিস্থিতি অনুধাবন করি, তবে নীতিমালা বাস্তবায়ন আরও কার্যকর হবে বলে মন্তব্য করেছেন বিএসইসির (বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন) নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর যৌথ উদ্যোগে বিএসইসি’র সহকারী পরিচালক/সমমান ও প্রোগ্রাম অফিসার/সমমানের কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘ফাউন্ডেশন কোর্স অন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা (১২ থেকে ১৪ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করে ডিএসই ট্রেনিং একাডেমি।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম, অতিরিক্ত পরিচালক মো. হোসেন খান, ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, মহাব্যবস্থাপক ও প্রধান আর্থিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ছামিউল ইসলাম, এবং ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল-আমিন রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সাইফুল আজম বলেন, ‘স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজারের চালিকাশক্তি। আমরা যারা রেগুলেশন তৈরি করি, তারা যদি বাস্তব পরিস্থিতি অনুধাবন করি, তবে নীতিমালা বাস্তবায়ন আরও কার্যকর হবে। এজন্য প্রশিক্ষণ কর্মসূচিকে গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে।’

ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান বলেন, প্রশিক্ষণার্থীদের যেকোনও প্রশ্ন নির্দ্বিধায় করতে উৎসাহিত করা হচ্ছে। এই কোর্স থেকে অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করে উপকার পাওয়া যাবে। এতে ডিএসই’র পরিচালক ও এনআরসি কমিটির চেয়ারম্যান সৈয়দা জাকেরিন বখত নাসির, এনআরসি কমিটির সদস্য মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অব.), শাহনাজ সুলতানা, মো. শাকিল রিজভী, ডিএসই’র প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) ড. মো. আসিফুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারাবাংলা/একে/এনজে

কার্যকর নীতিমালা বাস্তবায়ন বিএসইসি