সাতক্ষীরা: সাতক্ষীরার গাবুরা কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মাহফুজুর রহমান (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তার জরিমানা করেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়।
আটক মাহফুজুর রহমান গাবুরা গ্রামের শহর আলীর ছেলে।
বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ওহিদুজ্জামান বলেন, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে মাহফুজুর রহমান নামে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এসময় তার ট্রলার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে দশ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
শ্যামনগরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, আটক বালু ব্যবসায়ী ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন।