Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিত্যক্ত ঘরে মিলল ৪০ ককটেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ২৩:৩৮

উদ্ধার হওয়া ককটেল বোমা

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে অনন্ত ৪০টি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা গ্রামের মাদবর বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচটি বালতি ভর প্রায় ৪০টি ককটেল বোমা উদ্ধার করা হয়। ককটেলগুলো নিষ্ক্রিয় করতে ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ১৫ আগস্টকে সামনে রেখে কেউ যেন নাশকতা করতে না পারে, সেজন্য পুলিশ সর্বদা তৎপর আছে। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

ককটেল বোমা শরীয়তপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর