Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি রোডম্যাপ
সবার মাঝে আস্থা ফেরাবে, ছুটবে ভোটের ট্রেন

নাজনীন লাকী, ‎স্টাফ করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ২২:২৮

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: আসছে ফেব্রুয়ারিতে নির্বাচন। আগামী সপ্তাহেই এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। আশা করা যাচ্ছে এর মধ্য দিয়েই বাংলাদেশে ভোটের ট্রেনের যাত্রা শুরু হবে। যদিও অনেকেরই মাঝে প্রশ্ন ছিল- কবে আসছে হবে নির্বাচনি রোডম্যাপ? কিন্তু, আগামী সপ্তাহে রোডম্যাপ ঘোষণা হচ্ছে জানিয়ে সেই প্রশ্নের জবাব দিলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানালেন নির্বাচনি রোডম্যাপের কথা। তবে নির্বাচন বিশেষজ্ঞরা বলেছেন, সুনির্দিষ্ট রোডম্যাপ ইসির জন্যও যেমন জরুরি, তেমনি জরুরি রাজনৈতিক দলগুলোর জন্যও। এই ঘোষণা সবার মাঝে আস্থা ফেরাবে বলেও মনে করছেন তারা।

বিজ্ঞাপন

নির্বাচনি রোডম্যাপ কী

এক কথায় বলতে গেলে, নির্বাচনি রোডম্যাপ হলো একটি ‘পথনকশা’। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের তৈরি একটি পথনকশা। যা নির্বাচনি ট্রেনকে এগিয়ে নেবে তার নির্দিষ্ট গন্তব্যে। মূলত, নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, আইন-বিধি-নীতিমালা সংস্কার, সংলাপ, সংসদীয় আসন পুনর্বিন্যাস, নতুন দল, পর্যবেক্ষক নিবন্ধনসহ বেশ কিছু কাজ করতে হয়। বিশাল এই কর্মযজ্ঞ সম্পন্ন করতে সাধারণত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ প্রকাশ করে থাকে ইসি।

কী কী থাকে রোডম্যাপে

জাতীয় নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ প্রস্তুত করার ক্ষেত্রে প্রাক নির্বাচন, তফসিল পূর্ববর্তী এবং তফসিল ঘোষণার পর কী কী কাজ করা হবে, সেই বিষয়গুলো যুক্ত থাকে এই রোডম্যাপে। এক্ষেত্রে তফসিল ঘোষণার আগে ভোটার তালিকা আইন-বিধি-নীতিমালা সংস্কার, সংলাপ, সংসদীয় আসন পুনর্বিন্যাস, নতুন দল নিবন্ধন, চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোটকেন্দ্র নির্ধারণ, প্রশিক্ষণ, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, নির্বাচনি সরঞ্জাম কেনাকাটা, ভোটার তালিকার সিডি প্রকাশ, ব্যালট পেপার প্রস্তুত, নির্বাচনি কর্মকর্তা নিয়োগসহ বেশকিছু বিষয় থাকে রোডম্যাপে।

নবম সংসদ নির্বাচনের আগে ২০০৭-২০০৮ সাল থেকে কাজের অগ্রগতি তুলে ধরে রোডম্যাপ প্রকাশের রেওয়াজ চলে আসছে। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১২টি পরিকল্পনা নিয়ে প্রায় দেড় বছর আগে ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করে হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বর্তমান ইসিও সেই ধরাবাহিকতা বজায় রাখছে।

কর্মপরিকল্পনা চূড়ান্তে বৈঠক ১৮ আগস্ট

বর্তমান ইসি ২০২৪ সালের নভেম্বরে যোগ দেওয়ার পর ২০২৫ সালের ডিসেম্বরকে ধরে একটা প্রাথমিক কর্মপরিকল্পনা সাজিয়েছিল। এবার ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাব্য সময়ীমানা নির্ধারণ হওয়ার পর নতুন সময় ধরে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে ১৮ আগস্ট এ নিয়ে বৈঠক করার কথা রয়েছে নির্বাচন কমিশনের।

বিশেষজ্ঞরা যা বলছেন

নির্বাচন বিশেষজ্ঞ ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম সারাবাংলাকে বলেন, ‘বর্তমান সময়ে ইসির এই রোডম্যাপ ঘোষণার পরিকল্পনা একটি ইতিবাচক দিক, একটি ভালো উদ্যোগ। কেননা, নির্বাচনি রোডম্যাপ ঘোষণা সবার মাঝে আস্থা ফেরাবে।’

তিনি জানান, রোডম্যাপ দু’রকমের হয়। একটি হলো ‘রেজাল্ট ওরিয়েন্টেড’ রোডম্যাপ। এটি আসলে কাজের ফলাফল কেমন হবে। এমন রোডম্যাপ আমাদের দেশে কখনো হয়নি। আরেকটি হলো জাস্ট একটি টাইমলাইন। ‘টাইমলাইন’ হলো কোন কাজ কবে শেষ করবে। আমাদের দেশে সাধারণত দ্বিতীয় রোডম্যাপটাই ঘোষণা করা হয়। এতে ইসি এখন থেকে শুরু করে নির্বাচনের তারিখ পর্যন্ত যে কাজগুলো হবে তার তালিকা এবং সেইটা কবে শেষ হবে তা উল্লেখ থাকে। যা মানুষের কাছে একটি স্পষ্ট বার্তা দেবে।

তিনি বলেন, ‘নির্বাচনি রোডম্যাপ ইসির প্রতি মানুষের পজিটিভ ধারণা তৈরি করবে। সেইসঙ্গে এটি ইসির ওপর একটি চাপও তৈরি করবে। কারণ, যে কাজগুলো করার জন্য ইসি রোডম্যাপ দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ করতে হবে। সব মিলিয়ে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা নির্বাচনের অংশীজনসহ সবার মাঝে আস্থা নিশ্চিতে সহায়তা করবে।’

ইসির সাবেক কর্মকর্তা ও নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলী সারাবাংলাকে বলেন, ‘সুনির্দিষ্ট রোডম্যাপ ইসির জন্যও যেমন জরুরি, তেমনি রাজনৈতিক দলগুলোর জন্যও জরুরি। নির্বাচনকে সামনে রেখে কমিশন কোন কাজ, কীভাবে করবে- তার একটি পূর্ণাঙ্গ তালিকা থাকে রোডম্যাপে।’

উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই লক্ষ্যে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সবকিছু প্রস্তুত করছে নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে আগামী সপ্তাহে আসছে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা। যার মাধ্যমে নির্বাচনি ট্রেনের যাত্রা শুরু হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এনএল/পিটিএম

আস্থা জনগণ নির্বাচনি রোডম্যাপ ভোটের ট্রেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর