Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাব’র আত্মপ্রকাশ

ঢাবি করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ০০:৩৭

‘ঢাকা বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাব’র আত্মপ্রকাশ

ঢাকা: ‘ঢাকা বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাব’ নামে আত্মপ্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদ শিক্ষার্থীদের সংগঠন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কবি জসিমউদ্দিন হলের শিক্ষার্থী ও ক্রিকেটার মুহাইমেনুল ইসলাম তকি- এর নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে কার্যকর ঘোষণা করা হয়।

লিখিত বক্তব্য পাঠকালে ক্লাবের গঠনতন্ত্রে জানানো হয়, এই ক্লাবের নাম হবে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাব (Dhaka University Sports Club)।

ঢাবির খেলোয়ারদের মানবিক অবস্থানগত উন্নয়ন, দেশের বিভিন্ন পর্যায়ে খেলাধুলার সুযোগ তৈরি করা ও সমাজ বিরোধী কার্যকলাপ থেকে সকল সদস্যকে বিরত রাখা, সৃষ্টিশীল, সামাজিক মানুষ ও সুনাগরিক সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন কর্মশালা যেমন বিতর্ক, কুইজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন সভা, সেমিনার, বিনামূল্যে তথ্য সেবা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন। সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিনোদন ইত্যাদি সৃজনশীল কাজে সহযোগিতা ও উৎসাহ প্রদান করা। বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে সমিতির ও ক্রীড়ার উন্নয়নে কাজকে সামনে রেখে এই ক্লাবের আত্মপ্রকাশ হয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর