Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ খেলতে ভুটানের ক্লাবে আফঈদা-স্বপ্না-রিপা

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০২৫ ০৯:২১

রয়েল থিম্পু কলেজের হয়ে খেলবেন আফঈদা-স্বপ্না

গত আসরে ভুটানের রয়েল থিম্পু ক্লাবের হয়ে এশিয়ান চ্যাম্পিয়নস লিগে খেলেছিলেন তিন বাংলাদেশি ফুটবলার। এবারও দলটির হয়ে টুর্নামেন্ট মাতাবেন ৫ বাংলাদেশি নারী। তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রের পর ক্লাবে যোগ দিচ্ছেন আফঈদা খন্দকার, স্বপ্না রানী ও শাহেদা আক্তার রিপা।

আগের আসরে রয়েল থিম্পু কলেজ দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলে এসেছেন ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা। সাবিনা খাতুন গেলেও নিবন্ধন জটিলতায় তার খেলা হয়নি।

রয়েল থিম্পু কলেজের হয়ে এবার ভুটানের ঘরোয়া লিগ খেলছেন তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। এই দুই ফুটবলার চ্যাম্পিয়নস লিগেও থাকবেন দলের সঙ্গে, জানা গিয়েছিল আগেই। ক্লাবটি জানায়, তহুরা ও শামসুন্নাহারের সঙ্গে থাকছেন আফঈদা, স্বপ্না ও রিপাও।

বিজ্ঞাপন

৮ আগস্ট রিপা ভুটান গিয়ে দলের সাথে যোগ দিয়েছেন। তিনি দলের জার্সিতে ঘরোয়া লিগের একটি ম্যাচও খেলেছেন। আজ, ১৫ আগস্ট, শুক্রবার দলের সাথে যোগ দিতে ভুটান যাচ্ছেন আফঈদা ও স্বপ্না।

এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের খেলা শুরু হবে ২৫ আগস্ট। রয়েল থিম্পু কলেজ পড়েছে ‘ডি’ গ্রুপে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া ও লাওসের ক্লাব। লাওসে এই গ্রুপের খেলা হবে ২৫ থেকে ৩১ আগস্ট।

সারাবাংলা/এফএম

আফঈদা নারী এশিয়ান চ্যাম্পিয়নস লিগ ভুটান স্বপ্না

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর