Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনের হারবারিয়া থেকে ৮ হরিণ শিকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ১০:৩৯

হরিণের মাংসসহ শিকারী আটক।

বাগেরহাট: সুন্দরবনের হারবারিয়ায় সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, ১৮ কেজি অবৈধ কাঁকড়াসহ আটজন হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১২টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড স্টেশন সুন্দরবনের হারবারিয়ায় দিঘির খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ওই এলাকা হেকে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা, চারটি পা, একটি হরিণ ধরার ফাঁদ জাল, ১৮ কেজি অবৈধ কাঁকড়া, পাঁচ লিটার বিষ এবং দুইটি নৌকাসহ হরিণ ও অবৈধভাবে কাঁকড়া শিকারের সঙ্গে জড়িত একটি চক্রের আট সদস্যকে আটক করা হয়।

বিজ্ঞাপন

জব্দ হওয়া হরিণের মাংস, কাঁকড়া, বিষ, ফাঁদ জাল, নৌকা এবং অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সারাবাংলা/এসডব্লিউ

হরিণ শিকারী আটক