Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না: মোদি

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৫ ১১:৩৪ | আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১৩:১৮

ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের পারমাণবিক হুমকির পর এবার ইসলামাবাদকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেছেন, ভারত পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। এদিকে, ভারত পানিচুক্তিতেও সম্মত নয় বলে জানান তিনি।

শুক্রবার (১৫ আগস্ট) ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লাল কেল্লা থেকে দেওয়া ভাষণে এসব কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী।

১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানিচুক্তি সই হয়। কিন্তু গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন মানুষের প্রাণহানির পর এই চুক্তি স্থগিতের কথা জানায় ভারত।

এ নিয়ে মোদি এবারের স্বাধীনতা দিবসের ভাষণে বলেন, ‘পানি ও রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না।’ ভারতের অধিকারে থাকা পানি পাকিস্তানের সঙ্গে ভাগাভাগি করারও বিরোধিতা করেন তিনি।

বিজ্ঞাপন

মোদি বলেন, ‘সিন্ধু পানিচুক্তি ভারতের জনগণের প্রতি অবিচার ছিল। ভারতের নদীগুলো শত্রু দেশকে সেচ দিচ্ছিল, যখন আমাদের কৃষকরা পানি থেকে বঞ্চিত ছিল। এখন ভারতের পানির ভাগের ওপর অধিকার কেবল ভারত ও তার কৃষকদের।’

কৃষকদের স্বার্থ এবং জাতীয় স্বার্থের সঙ্গে আপস ভারতের কাছে গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি।

সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের পারমাণবিক হামলায় পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে মোদি বলেন, ‘ভারত আর পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। শত্রু (পাকিস্তান) যদি আর কোনো দুঃসাহসিক কাজ করার সাহস করে, তাহলে ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের উপযুক্ত জবাব দেবে।’

সারাবাংলা/এসডব্লিউ

নরেন্দ্র মোদি পাকিস্তান ভারত সিন্ধু চুক্তি