Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনা দূতাবাসের পক্ষ থেকে খালেদা জিয়াকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ১২:১১ | আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১৩:৪৮

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে চীনা দূতাবাসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গুলশানের ফিরোজা ভিলায় এই ফুলের তোড়া পৌঁছে দেন দূতাবাসের কর্মকর্তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন খালেদা জিয়ার বাসভবনের দায়িত্বশীলরা।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন স্থায়ী মুক্তি পান খালেদা জিয়া। এরপর এটিই তার দ্বিতীয় জন্মদিন যা তিনি মুক্ত পরিবেশে পালন করছেন। তবে দলীয় সূত্র জানায়, এবারের জন্মদিনে কেক কাটার কোনো আয়োজন না থাকলেও ঢাকাসহ সারাদেশের বিএনপির কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন হবে। জুলাই-আগস্টের শহিদদের স্মরণে এবারও কোনো আড়ম্বরপূর্ণ উদযাপন করা হবে না।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকেই খালেদা জিয়ার জন্মদিনে কেক কাটার পরিবর্তে দোয়া ও মিলাদের মাধ্যমে দিনটি পালন করে আসছে বিএনপি।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

খালেদা জিয়ার জন্মদিন চীনা দূতাবাস