ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিপুল জনপ্রিয়তার কারণে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ সরকার।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপলটনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা, কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ অংশ নেন।
নজরুল ইসলাম খান বলেন, “বাংলাদেশের ইতিহাসে তিনি এক অনন্য নেত্রী, যিনি দেশের দুঃসময় হাল ধরেছিলেন। নানা ষড়যন্ত্র সত্ত্বেও জনগণের স্বার্থে তিনি কখনো আপোষ করেননি। জনপ্রিয়তার কারণেই আওয়ামী লীগ তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল।”
তিনি আরও বলেন, “আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, খালেদা জিয়া যেন দীর্ঘায়ু লাভ করেন এবং দেশের উন্নয়ন ও সাফল্যের জন্য বেঁচে থাকেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে দেশে আবারও গণতন্ত্রের সূচনা হবে—আমাদের এমন প্রত্যাশা।”
দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করা হয়।