Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার জেল জীবনের নিপীড়নের বিচার দাবি মির্জা আব্বাসের

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ১৪:২৫ | আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১৭:৪৩

দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জেল জীবনে যে সকল নিপীড়ন চালানো হয়েছে, তার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (১৫ আগস্ট) খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাস আরও বলেন, ‘পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের একটি পরিত্যক্ত ভবন থেকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু সেখানেও তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। সেখানে বড় বড় ইঁদুর, তেলাপোকা ও টিকটিকি বাস করতো।অনেকের সন্দেহ, সেদিন তাকে স্লো পয়জনিং করা হয়েছিল।’

তিনি বলেন, ‘নানা চড়াই-উতরাই পেরিয়ে, অসংখ্য ষড়যন্ত্র মোকাবিলা করে, নিজের নেতৃত্বের গুণ ও কর্মদক্ষতার কারণে খালেদা জিয়া দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে জনপ্রিয় নেত্রী হয়েছেন।’

বিজ্ঞাপন

মির্জা আব্বাসের মতে, খালেদা জিয়ার জনপ্রিয়তা তাকে বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিহিংসার লক্ষ্যবস্তু বানিয়েছে।

তিনি বলেন, ‘যেখানে শারীরিক অসুস্থতা সত্ত্বেও তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, সেখানে দেশের জনগণ ন্যায় বিচারের দাবিতে এগিয়ে এসেছে।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘দেশের জনগণ এসবকিছুর অন্যায়ের বিচার চায়।’

সারাবাংলা/এফএন/এনজে

খালেদা জিয়া জেল জীবন নিপীড়ন বিএনপি বিচার দাবি মির্জা আব্বাস