Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রনি-কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ১৬:৪৮ | আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১৯:৫৫

মহিউদ্দিন রনি ও নুরুজ্জামান কাফি

বরিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবামেক) কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক মহিউদ্দিন রনি এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে শেবামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়ের চন্দ্র শীল বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগটি দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন- আন্দোলনের প্রধান নেতা মহিউদ্দিন রনি (৩০), রাকিন (২৫), সুনান (২৪), সিফাত (২৩), শামিম (২৫), আল মুসা (২৬), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেত্রী সিফা (২২), হাসপাতালে অনশন করে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী দাইয়ান (২১), কনটেন্ট ক্রিয়েটর কাফি (৩০), এইচ এম আবুল খায়ের (৫০), হাসপাতালের দালাল নুরুন নাহার (৪০) ও কনটেন্ট ক্রিয়েটর মো. সিয়াম ওরফে ন্যাভাই (৩৮)।

বিজ্ঞাপন

আরও পড়ুন :

বরিশালে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে অনশনে থাকা শিক্ষার্থীদের ওপর হামলা

এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার সকালে হাসপাতালের সুষ্ঠু কর্মপরিবেশের দাবিতে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। এসময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে পরিচ্ছন্নতা কর্মীসহ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে ১১জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার পর তাদের বিরুদ্ধে মামলার বিষয়ে ওয়ার্ড মাস্টার বলেন, আমরা আসলে হামলা করিনি। ওরা (আন্দোলনকারীরা) হামলা করতে এসেছিল আমরা প্রতিরোধ করেছি।

অভিযোগের বিষয়ে মহিউদ্দিন রনি বলেন, হাসপাতালের স্টাফরা আন্দোলনরত ছাত্র-জনতা ও অনশনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এখন উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে আন্দোলন বানচালের চেষ্টা চলছে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে থানায় এজাহার জমা দিয়েছে বলে জেনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

অভিযোগ বরিশাল শেবাচিম হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর