কুষ্টিয়া: জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে আইমান (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়।
নিহত আইমান ওই গ্রামের আব্দুল মমিনের ছেলে এবং স্থানীয় আড়কান্দি কিন্ডারগার্টেন স্কুলের প্লে ক্লাসের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার স্কুল শেষে বাড়ি ফিরে বোনের সাইকেল নিয়ে বের হয় আইমান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাতেই পরিবার ভেড়ামারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
শুক্রবার সকালে স্থানীয়রা পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় আইমানের লাশ দেখতে পান। পুকুরের কিনারায় তার লাল রঙের সাইকেলটিও পাওয়া যায়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল রব তালুকদার বলেন, “মা-বাবার ধারণা সাইকেল চালানোর সময় গড়িয়ে পুকুরে পড়ে গিয়ে আইমানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই।”