ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক রেজাউল করিম পিএইচডি বলেন, বাংলাদেশের আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। জবির আন্দোলনেও তাদের ভূমিকা ভোলার মত নয়। জবিতে ছাত্রসংগঠন গুলোর এক্য ধরে রাখার পেছনে সাংবাদিকদের ভূমিকা রয়েছে।’
শুক্রবার (১৫ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব-এর নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য এ কথা বলেন। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
উপাচার্য আরোও বলেন, ‘জবিতে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মধ্যকার ঐক্য অনেক ‘ইউনিক’। আর জবির আরেকটা ইউনিক দিক হল গুচ্ছ থেকে বের হয়ে সবার আগে ভর্তি কার্যক্রম শেষ করে ক্লাস শুরু করেছে। সাংবাদিকদের একমাত্র ভূমিকা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা, সত্য তথ্য প্রচার করা।’
বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবন সংস্কার নিয়ে তিনি বলেন, ‘এই যে জরাজীর্ণ ভবন এসব ভবন নয়। আমরা ঝুঁকিপূর্ণ ভবন গুলো সংস্কার শুরু করেছি। অবকাশ ভবনের বয়স এতো বেশি না। আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই আমরা চেষ্টা করছি, আমাদের ছেলেমেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।’
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের আন্দোলন-সংগ্রামে জবি প্রেসক্লাবের সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন তারা।
অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, ‘আমাদের যৌক্তিক আন্দোলনে প্রেসক্লাবে ছিলো, সাংবাদিক ও শিক্ষার্থী হিসেবে। সামনের কমিটিও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অতীতের সেই ধারা বহাল রাখবে। আশা রাখি শিক্ষার্থীদের অধিকার আদায়ের তারাও ভূমিকা রাখবে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘প্রেসক্লাবের সাংবাদিকরা ক্ষমতার মুখোমুখি দাড়িয়েছে। ক্ষমতাকে প্রশ্ন করেছে। তারা অতীতে যেভাবে অন্যায়ের সাথে যে আপস করেনি, আগামী কমিটির কাছেও এ প্রত্যাশাই আমরা করি।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, ‘সাংবাদিকতা ভূমিকা গণতান্ত্রিক প্রতিষ্ঠায় অনস্বীকার্য। বিগত কমিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জবির পাশেই ছিল, সামনের কমিটির থেকেও তা প্রত্যাশা রাখি। জবি প্রেসক্লাব যেমন অতীতে সাদাকে সাদা আর কালোকে কালো বলেছিলো বর্তমান কমিটিও সেটা করবে।’
জবি প্রেসক্লাবের নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা জাহিদুল ইসলাম সাদেক বলেন, একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। আশা করি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে নতুন নেতৃত্ব শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় এবং দেশের কল্যাণে কাজ করে যাবে।
সাহসিকতা নিয়ে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘প্রেসক্লাবের একমাত্র লক্ষ্যই হলো সত্য প্রচার করা। আর এই বিষয়ে আপোষহীন ছিলো, ভবিষ্যতেও থাকবে। আমরা ১৭ বছর একটা অন্ধকার জগতে ছিলাম। তারা অতীতে যেমন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন, সামনেও সে ধারা বহাল রাখবেন।’
অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি সুবর্ণ আসসাইফ ও সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ সহ নির্বাচন কমিশনার ও উপদেষ্টাদের উপাচার্য সম্মাননা স্মারক তুলে দেন।