Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় শেখ মুজিবের প্রতিকৃতি ভেঙে দিল জনতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ১৮:৩১ | আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১৯:৫৪

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছাত্র-জনতা প্রতিকৃতিটি ভেঙে দিয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের ব্যানারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর দুপুরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রতিকৃতি ভেঙে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, মো. রাসেল হোসেন প্রতিকৃতির সামনে পুষ্পমাল্য রাখছেন। তার পরিচয় শনাক্ত হলেও সঙ্গে থাকা অন্যদের পরিচয় জানা যায়নি।

কলারোয়া থানার ওসি সাইফুল ইসলাম জানান, গভীর রাতে দু’জন এসে একজন ফুল দেয় এবং অন্যজন মোবাইলে ভিডিও ধারণ করে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ করেন, কলারোয়ায় মুজিবের প্রতিকৃতি ভাঙতে ইউএনওর বাধা। বাহ, বাহ, ইউএনও বাহ! ডিসি মোস্তাক আহমেদ কি আওয়ামী পুষছে?

তিনি আরও লেখেন, ইউএনও কীভাবে মুজিব রেখে অফিস করত? এই জুলাই বিপ্লবের পরেও তিনি কীভাবে বলেন, ভাঙার দরকার নেই, এখানে আমরা অন্য কিছু বানাব।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর