Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোগল সম্রাট হুমায়ুনের সমাধিসৌধের পাশে দরগাহে ছাদ ধসে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৫ ১৯:১৫ | আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ২০:৫৩

ছবি: সংগৃহীত

ভারতের দিল্লির নিজামুদ্দিন এলাকায় মোগল সম্রাট হুমায়ুনের সমাধিসৌধের পাশে একটি দরগাহের ছাদ ধসে পাঁচজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ১৬শ শতাব্দীর পুরোনো ধর্মীয় স্থাপনা ও মোগল সম্রাট হুমায়ুনের সমাধিসৌধের পাশে অবস্থিত দরগাহ শরিফ পাত্তে শাহ-এর একটি অংশের ছাদ ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিতে দেখা যায়, একটি উন্মুক্ত উঠানের পাশে থাকা হালকা সবুজ রঙের ভবনটির একপাশের ছাদ সম্পূর্ণ ভেঙে পড়েছে। দুর্ঘটনার পর পরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

বিজ্ঞাপন

সূত্রের খবর অনুযায়ী, দুর্ঘটনার সময় ইমামসহ প্রায় ১৫ থেকে ২০ জন ব্যক্তি দরগাহটির ভেতরে ছিলেন। ধারণা করা হচ্ছে, ধসে পড়া ছাদটি প্রায় ২৫-৩০ বছর পুরোনো ছিল। ঘটনার পর পুরো এলাকাটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর