রংপুর: বৈষম্যবিরোধী আন্দোলনে বাধাসহ বিভিন্ন অভিযোগের মামলায় রংপুরে আওয়ামী লীগের তিনজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন ইউপি চেয়ারম্যান।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তিন নেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবলু মিয়া, কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফি, ও মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতিয়ার রহমান।
রংপুরের পুলিশ সুপার (এসপি) আবু সাইম জানান, গ্রেফতার হওয়া আসামিদের আদালতে হাজির করা হয়। এসময় বিচারক জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।