Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনার আমলে সামাজিক যোগাযোগমাধ্যমেও কেউ মত প্রকাশ করতে পারেনি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ২০:০১ | আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ২২:৪৯

খুলনায় ভোটার সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

খুলনা: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেখ হাসিনার শাসনকাল ছিল গুম-খুন, জুলুম-নির্যাতন, অন্যায়-অত্যাচার ও ধর্ষণের। এ সময়ে বিরোধী দলের নেতাকর্মীদের রাজনৈতিক বা গণতান্ত্রিক অধিকার তো দূরের কথা, কথা বলার কোনো সুযোগই দেওয়া হয়নি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও কেউ নিজের মতামত প্রকাশ করতে পারেনি।

আপনারা দেখেছেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে প্রতিবেশী একটি দেশের আধিপত্যবিরোধী পোস্ট দেওয়ার কারণে পিটিয়ে হত্যা করা হয়েছিল। শুধু আবরার ফাহাদ নয়, এ ধরনের শত-শত বিরোধী রাজনৈতিক কর্মীকে হাসিনা ও তার দলীয় বাহিনী হত্যা করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে, ফিরে পেয়েছে রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার।

ভোটার সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্ম পরিষদ সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম ও অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা।

পৃথক ভোটার সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াত নেতা মাস্টার রফিকুল ইসলাম ও মো. মকিত শেখ।

সারাবাংলা/এসআর

খুলনা জামায়াত শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর