Saturday 16 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ২১:০৯ | আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ২২:৩৯

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো.আকাশ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত আকাশ (২০) দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পত্নীচান গ্রামের হারুনুর রশীদের ছেলে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে প্রবাসী মোবারক আলী ওরফে বাহারের ভবন নিমার্ণের সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলের দিকে নির্মাণ শ্রমিক আকাশ নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন। বিকেলে সাড়ে ৫টার দিকে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যায় সে। এতে তার গলার নিচে বুকের ডান পাশে দিয়ে রড ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু কাউছার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শনিবার ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএস

নির্মাণ মৃত্যু শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর