ঢাকা: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১৫ আগস্ট) আয়োজিত দোয়া মাহফিলে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ হারানোদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
আয়োজনে বক্তারা বেগম খালেদা জিয়াকে দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক হিসেবে উল্লেখ করে তার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানান।