ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ‘বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’।
ফোরামের কার্যকরী সভাপতি ও সাবেক সচিব আব্দুল খালেক এবং সদস্য সচিব ও সাবেক সচিব কাজী মেরাজ হোসেনের নেতৃত্বে এই শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা স্বরূপ ফুলের তোড়া চেয়ারপার্সনের একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. বেলায়েত হোসেন মৃধার নিকট গুলশান অফিসে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সাবেক সচিব মকসুমুল হাকিম চৌধুরী, সাবেক সচিব বিজন কান্তি সরকার, সাবেক সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও সাবেক সচিব সুরাতুজ্জামানসহ ফোরামের অন্যান্য সদস্যরা।